ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অ্যাকাউন্টিং ফোরামের (ইউডিএএফ) আয়োজনে বিজনেস পলিসিবিষয়ক ‘প্রোডিজিস ৬.০: ক্রাফটিং সলিউশন, ফোরজিং লিডার্স’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ড. আব্দুল্লাহ ফারুক কনফারেন্স হলে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় মোট ৪১টি দল অংশগ্রহণ করে। এরমধ্যে চূড়ান্ত পর্বে উঠে আসে ৮টি দল। চূড়ান্ত পর্বে তারা নিজেদের বিশ্লেষণী দক্ষতা তুলে ধরে। এতে বিজয়ী হয় ‘ক্যাশ ফ্লয়েড’ গ্রুপ।
আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল বসুন্ধরা এক্সারসাইজ বুক ও নিট ভ্যালি ফ্যাশন্স লিমিটেড। প্রথমবারের মতো প্রতিযোগিতাটি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের সব বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারপারসন মো. মাকসুদুর রহমান সরকার।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের সিনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং) সাঈয়েদ জুলকারনাইন, অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ ইউসুফ আব্বাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং ফোরামের মডারেটর ও মার্কেটিং বিভাগের অধ্যাপক আমিরুস সালাত।
ঢাকা বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান ফোরামের মডারেটর ও হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক আমিরুস সালাত বলেন, এই বিজনেস পলিসি প্রতিযোগিতার উদ্দেশ্য আমাদের শিক্ষার্থীরা যেন করপোরেট বিশ্বে এগিয়ে থাকতে পারে, স্কিলস ও অন্যান্য দিকে তারা প্রতিযোগিতায় টিকতে পারে। এটি তাদের সিভিকে ভারি করবে, বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রেও এ ধরনের আয়োজনে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোডিজিস কেবল একটি প্রতিযোগিতা নয়—এটি ভবিষ্যতের নেতৃত্ব গড়ার এক সাহসী পদক্ষেপ। ইউডিএএফ আবারও দৃঢ়প্রতিজ্ঞ, এমন এক প্রজন্ম গড়তে যারা বইয়ের বাইরে গিয়েও সাহসিকতা, চিন্তাশীলতা ও নেতৃত্বে এগিয়ে থাকবে।
এফএইচ/আরবি