ঢাকা: আগস্টের প্রথম সপ্তাহ থেকে শনিবারও দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়টি গুজব বলে জানিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে তথ্য ছড়িয়ে পড়েছে তার কোনো সত্যতা নেই।
কর্মকর্তারা জানিয়েছেন, ফেসবুকে ছড়ানো বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়েছে। এমন কোনো সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
গত কয়েক বছর ধরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্রবারের পাশাপাশি শনিবারেও ছুটি রয়েছে।
জানতে চাইলে মাউশির উপ-পরিচালক ইউনুছ ফারুকী এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান বলেন, শনিবার খোলা রাখার কোনো সিদ্ধান্ত হয়নি। এমন কোনো সিদ্ধান্ত হলে তারা জানিয়ে দেবেন।
এমআইএইচ/আরআইএস