ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

শিক্ষা

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৪, আগস্ট ৬, ২০২৫
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক সাত কলেজের লোগো

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (৬ আগস্ট) ঢাকা কলেজের সামনে থেকে বেলা ১১টায় এ কর্মসূচি শুরু হবে।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

রাজধানীর সাত সরকারি কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিয়ে সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের পর বিক্ষোভের ডাক দেন শিক্ষার্থীরা।  

সচিবালয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি হবে হাইব্রিড মডেলের। এখানে ৪০ শতাংশ ক্লাস অনলাইনে এবং ৬০ শতাংশ হবে সশরীরে। আর স্কুল ভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হবে। চতুর্থ সেমিস্টার পর্যন্ত নন-মেজর বিষয়গুলো সবাই পড়বেন।
 
বিক্ষোভের ডাক দেওয়া নিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞপ্তিতে বলা হয়, ধীরে ধীরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) দৃশ্যমান হতে শুরু করেছে। ইতোমধ্যে নতুন শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়েছে। চলতি আগস্টে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকার সোমবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) নিয়ে সবচেয়ে বড় পদক্ষেপ নিয়েছে। দীর্ঘ নীরবতা ভেঙে জাতির সামনে এসে নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা তুলে ধরেছে। আমরা শিক্ষার্থীরা নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য সরকারের এ পদক্ষেপকে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচনা করছি। এজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই।

কিন্তু এখানে শিক্ষার্থীদের সবচেয়ে বড় দাবি-নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ, সনদ এবং লোগোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। অধ্যাদেশ জারির বিষয়ে আগামী সেপ্টেম্বর মাসের কথা বলা হলেও নির্দিষ্ট করে কিছুই জানানো হয়নি। অধ্যাদেশের বিষয়ে এর আগেও আমাদের একাধিক আল্টিমেটামে কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। ইচ্ছাকৃতভাবে এ বিষয়ে কালক্ষেপণ করা হচ্ছে কি না, তা নিয়ে আমাদের আশঙ্কা তৈরি হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৪ আগস্ট সরকারের ব্রিফিংয়ে এ বিষয়ে স্পষ্ট কোনো বার্তা না থাকায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছে। তাই পূর্বঘোষিত আল্টিমেটাম অনুযায়ী, দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি, সনদ ও লোগো প্রকাশ করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ রূপ দেওয়ার দাবিতে আগামী বুধবার (৬ আগস্ট) শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির আহ্বান করা হয়েছে। ঢাকা কলেজের সামনে থেকে সকাল ১১টায় এ কর্মসূচি শুরু হবে। বিক্ষোভ শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এমআইএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ