ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। প্রথম দিনে মনোনয়ন সংগ্রহ করেছেন সাতজন।
বুধবার (১২ আগস্ট) বিকেলে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান।
এরমধ্যে ভিপি পদে দুজন এবং বাকি পাঁচজন সদস্য পদের জন্য মনোয়নন সংগ্রহ করেছেন। ভিপি পদে মনোনয়ন সংগ্রহ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জুলিয়াস সিজার তালুকদার।
২০১৯ সালের ডাকসু নির্বাচনে তিনি ছাত্রলীগের প্যানেল থেকে সলিমুল্লাহ মুসলিম হলে জিএস হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া ২০১৭ সালে হল ছাত্রলীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।
এ ঘটনা ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। একইসময় জুলিয়াস সিজারের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতন এবং ভুয়া লাইন তৈরি করে ভোট দিতে বাধা দেওয়ার তথ্য দেন শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহ সভাপতি ও ২০১৯ সালে ডাকসু নির্বাচনে ছাত্রদল থেকে মনোনীত প্যানেলে জিএস পদে নির্বাচন করা আনিসুর রহমান খন্দকার অনিক ফেসবুকে লিখেন, তখন হল সংসদে (এস এম হল) স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচন করেছিলো ফরিদ। ফরিদকে মেরে কানের পর্দা ফাটিয়ে দিয়েছিলো ছাত্রলীগ, তার নেতৃত্বে ছিলো জুলিয়াস সিজার তালুকদার।
তিনি আরও বলেন, এস এম হলে কৃত্রিম লাইন তৈরি করে ভোটদানে বাধা দেওয়ার অন্যতম কারিগর সিজার আমাকে এসএম হলের অভ্যন্তরে ঢুকতে বাধা দেয়। একজন প্রার্থী হিসেবে প্রত্যেকটি ভোটকেন্দ্রে পর্যবেক্ষণের অধিকার আমার ছিল। সেখানে যে সন্ত্রাসীর নেতৃত্বে অধিকার হরণ করা হলো, সে এবারের ডাকসুতে ভিপি পদে মনোনয়ন সংগ্রহ করেছে।
এদিকে জুলিয়াস সিজারের বিরুদ্ধে ফ্যাসিবাদী সরকারের সময় শিক্ষার্থী নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছেন সলিমুল্লাহ মুসলিম হলের রিটার্নিং অফিসার জাওয়াদ ইবনে ফরিদ। তিনি প্রধান নির্বাচন কমিশনার বরাবর জুলিয়াস সিজারের ভোটার তালিকা থেকে নাম প্রত্যাহারের সুপারিশ করেছেন।
এ বিষয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আমরা গতকালই নোটিশ দিয়েছি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও তালিকায় বহিষ্কৃত ও মামলায় অভিযুক্ত কোনো শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত থাকলে উপযুক্ত তথ্য-প্রমাণ পাওয়া সাপেক্ষে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। যদি জুলিয়াস সিজার সে তালিকায় পড়ে, তাহলে অবশ্যই তার নাম ভোটার ও প্রার্থীতার তালিকা থেকে বাদ যাবে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন জুলিয়াস সিজার তালুকদার। তিনি বলেন, এখানে একটা ইনজাস্টিস হয়েছে এবং আমি প্রস্তুতি নিচ্ছি এটি নিয়ে আমি সর্বোচ্চ আদালতে যাব। এই যে বৈষম্য এবং অনিয়ম হচ্ছে এবং মবকে ভয় পেয়ে প্রশাসন অন্যায্য এবং বেআইনি সিদ্ধান্ত নিচ্ছে, তাদের প্রক্রিয়াটা ভুল। যিনি সুপারিশপত্র লিখেছেন (হলের রিটার্নিং কর্মকর্তা) তার বিরুদ্ধেও আমি আইনি ব্যবস্থা নেব।
মঙ্গলবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়, এ বিতরণ চলবে ১৮ আগস্ট পর্যন্ত। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে প্রার্থীরা সরাসরি মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
সংগ্রহ করা মনোনয়নপত্র ১৯ আগস্ট বিকেল ৩টার মধ্যে জমা দিতে হবে। হল সংসদের মনোনয়নপত্রও একই সময়ে প্রার্থীরা সংশ্লিষ্ট হলের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সংগ্রহ ও জমা দিতে পারবেন।
এফএইচ/আরএইচ