ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

শিক্ষা

উমামার নেতৃত্বে ‌‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যে’র পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০০, আগস্ট ২১, ২০২৫
উমামার নেতৃত্বে ‌‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যে’র পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক উমামা ফাতেমাকে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আনুষ্ঠানিকভাবে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্যানেল ঘোষণা করা হয়।

পূর্ণাঙ্গ প্যানেলে সাধারণ সম্পাদক পদে আল সাদী ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক পদে জাহেদ আহমদ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে নূমান আহমাদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মমিনুল ইসলাম (বিধান), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নাফিজ বাশার আলিফ, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে সুমী চাকমা, সাহিত্য এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে অনিদ হাসান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সিয়াম ফেরদৌস ইমন, ক্রীড়া সম্পাদক পদে মো. সাদিকুজ্জামান সরকার, ছাত্র পরিবহন সম্পাদক পদে মো. রাফিজ খান, সমাজসেবা সম্পাদক পদে তানভীর সামাদ, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ইসরাত জাহান নিঝুম, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে নুসরাত জাহান নিসুর নাম ঘোষণা করা হয়।

এছাড়া সদস্য পদে নওরীন সুলতানা তমা, আবিদ আব্দুলাহ, ববি বিশ্বাস, মো. শাকিল, মো. হাসান জুবায়ের (তুফান), আব্দুল্লাহ আল মুবিন (রিফাত), অর্ক বড়ুয়া, আবির হাসান, নেওয়াজ শরীফ আরমান, মো. মুকতারুল ইসলাম (রিদয়), হাসিবুর রহমান, রাফিউল হক রাফি, মো. সজিব হোসেন ও সাদেকুর রহমান সানির নাম ঘোষণা করা হয়।

প্যানেল ঘোষণার অনুষ্ঠানে ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা বলেন, দীর্ঘ ২৮ বছর বন্ধ থাকার পর ২০১৯ সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু স্বৈরাচার হাসিনার লাঠিয়াল ছাত্রলীগের একছত্র ত্রাসের কারণে সেখানেও শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা সঠিকভাবে প্রতিফলিত হয়নি। ২০২৪ সালে জুলাই-আগস্টের গণবিপ্লবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের পর একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সোনালী সুযোগ সামনে আসে। তারই পরিপ্রেক্ষিতে দেরিতে হলেও শেষমেশ আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের প্রাণের দাবি ডাকসু নির্বাচন।

তিনি আরও বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ক্যাম্পাসে খুনি হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে প্রতিবাদ জারি রেখেছিল অনেকেই। বিভিন্ন সময়ে রাষ্ট্রযন্ত্র এবং সরকারি বাহিনী কর্তৃক নিগৃহীত শিক্ষার্থীদের একটি বড় অংশ কোনো দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। কিন্তু তারা যার যার জায়গা থেকে শিক্ষার্থীদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। তাদের অনেকেই আসন্ন ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। স্বতন্ত্র জায়গা থেকে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে এমন প্রার্থীদের নিয়ে আমরা একটি প্যানেল তৈরি করেছি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে। শিক্ষাঙ্গনে একাডেমিক পরিবেশ অক্ষুণ্ন রেখে শিক্ষার্থীদের সময়োপযোগী অধিকার আদায়ে কাজ করার প্রত্যয় আমাদের।

এসসি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।