ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

বেসরকারি মিরপুর কলেজে শিক্ষা ক্যাডার অধ্যক্ষ নিয়োগ দিল সরকার

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১০, আগস্ট ২৩, ২০২৫
বেসরকারি মিরপুর কলেজে শিক্ষা ক্যাডার অধ্যক্ষ নিয়োগ দিল সরকার

নানা অনিয়ম আর দুর্নীতিতে পর্যুদস্ত বেসরকারি মিরপুর কলেজে শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আবুল উবায়েদ মুহাম্মদ বাসেত ঠাকুরকে নিয়োগ দেওয়া হয়।

শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে অধ্যক্ষ নিয়োগের পর কলেজটিতে শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, আওয়ামী আমলে দীর্ঘ সময়ে অনিয়ম, দুর্নীতিতে পর্যুদস্ত হয়ে পড়েছিল প্রায় সাড়ে ১২ হাজার শিক্ষার্থীর এ কলেজ।  

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত এক যুগের বেশি সময় ধরে মিরপুর কলেজকে অনেকটা রাজনৈতিক দলীয় কার্যালয়ের মতো ব্যবহার করা হয়েছে। ২০১২ সালে দলীয় বিবেচনায় নিয়োগ প্রতিষ্ঠান প্রধান ও বিধি বহির্ভূতভাবে শিক্ষক নিয়োগ হয়েছে এখানে। দলীয় বিভিন্ন অনুষ্ঠানের নামেও লাখ লাখ টাকা লুট করে কলেজের একাডেমিক, অর্থনৈতিক, প্রশাসনিক ক্ষেত্রে চরম নৈরাজ্য ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা হয়েছে এ কলেজে।  

শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের তদন্তে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক অধ্যক্ষ গোলাম ওয়াদুদকে চাকুরিচ্যুত করা হয়েছে। এরপর উপাধ্যক্ষ এএইচএম মাহবুবুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছিলেন। কিন্তু তিনিও নানা অনিয়মে জড়িয়ে পড়েন। জুলাই আন্দোলনে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি আওয়ামী লীগের দলীয় নির্বাচনী প্রচারণায়ও অংশ নিয়েছিলেন। এসব নানা ঘটনায় কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত মাহবুবুর রহমানকে সাময়িক বরখাস্ত করে। বর্তমানে তার অনিয়মের তদন্ত চলমান রয়েছে। এরপর সিনিয়র শিক্ষক ড. আহমদ আলীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিলে গত ফেব্রুয়ারিতে তার চাকরির মেয়াদ শেষ হয়েছে।  

কলেজ সূত্রে জানা গেছে, কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম ওয়াদুদ চাকরিচ্যুত হওয়ার পর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমে কলেজটির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এর ফলে প্রতিষ্ঠানটির একাডেমিক ফলাফল, শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম একেবারে মুখ থুবড়ে পড়েছিল।  

দায়িত্বপ্রাপ্ত নতুন অধ্যক্ষ অধ্যাপক আবুল উবায়েদ মুহাম্মদ বাসেত ঠাকুর কলেজকে এগিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, সরকার আমাকে যোগ্য মনে করে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছেন। আমি আপ্রাণ চেষ্টা করব কলেজটিকে সামনের দিকে এগিয়ে নিতে। এক্ষেত্রে কোনও অনিয়ম, দুর্নীতি আমি বরদাশত করব না। কলেজ পরিচালনায় সবার সহযোগিতা প্রত্যাশা করি।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।