রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করে ১৩ দিন পিছিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। তবে এ সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীদের একাংশ কমিশনের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও তারিখ প্রত্যাহারের দাবি জানিয়ে দিয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা আসে। লিখিত বক্তব্য পাঠ করেন আইন বিভাগের শিক্ষার্থী ও হল সংসদে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী রায়হান হোসেন।
রায়হান বলেন, নির্বাচন কমিশন যে তারিখ ঘোষণা করেছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি কমিশনকে ক্ষমা চেয়ে বিকেল ৫টার মধ্যে পূর্বনির্ধারিত ভোটের তারিখ পুনর্বহালের ঘোষণা দিতে হবে। অন্যথায় উপাচার্যের বাসভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচিতে যেতে বাধ্য হব।
এসময় সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব অভিযোগ করে বলেন, কমিশনের এমন সিদ্ধান্ত রাকসু বানচালের এক প্রকার পায়তারা মনে হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার কারণে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী ভোট দিতে নাও পারেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, ফাহিম রেজাসহ কেন্দ্রীয় সংসদ ও বিভিন্ন হল সংসদের স্বতন্ত্র প্রার্থীরা।
এমজে