ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রতিরোধ পর্ষদের নেতারা। পাশাপাশি তারা এই প্রচেষ্টা বাস্তব হতে দেবেন না বলে জানিয়েছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে ডাকসু নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশের পর তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে এসব কথা জানান পর্ষদের নেতারা।
প্রতিরোধ পর্ষদ প্যানেলের এজিএস প্রার্থী জাবির আহমেদ জুবেল বলেন, আমাদের হাইকোর্ট দেখালে হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন কী আইনি প্রক্রিয়া নেবে, এটি তাদের বিষয়। আমরা জানি, ৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিন বিপুল পরিমাণ শিক্ষার্থীর অংশ নেওয়ার ভেতর দিয়ে নির্বাচনে অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন গোষ্ঠী আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন বানচালে চেষ্টা চলমান রেখেছে। তারা কোনোভাবে বিশ্ববিদ্যালয়ের বন্ধু হতে পারে না, শিক্ষার্থীদের পক্ষের মানুষ হতে পারে না। তারা শিক্ষার্থীদের বিপক্ষে কাজ করছে। আমরা এই নির্বাচন বানচালের চেষ্টাকে বাস্তব হতে দেব না।
ভিপি পদপ্রার্থী শেখ তাসনিম আফরোজ (ইমি) বলেন, ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। সংবাদ সম্মেলন শেষে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।
এসসি/আরএইচ