ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, সেপ্টেম্বর ২, ২০২৫
ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি অবস্থান কর্মসূচিতে জামালুদ্দিন খালিদ ও বিনইয়ামীন মোল্লা সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

নির্ধারিত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দেওয়ার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন জামালুদ্দিন খালিদ ও বিনইয়ামীন মোল্লা সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপাচার্যের বাসভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন।

এ সময় একাধিক স্বতন্ত্র প্রার্থীকে অবস্থান কর্মসূচিতে দেখা গেছে।  

উপস্থিত আন্দোলনকারীরা ৯ তারিখের মধ্যে ডাকসু দেওয়ার জোর দাবি জানান এবং আদালতের সিদ্ধান্তকে ‘প্রহসনমূলক’ হিসেবে উল্লেখ করেন।  

এ সময় বিনইয়ামীন মোল্লা বলেন, আপনারা শিক্ষার্থীদের দোদুল্যমান রাখছেন। আওয়ামীলীগের সময় হাইকোর্টকে ব্যবহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল হয়েছে। এখনো যদি ব্যবহার করা হয়, তাহলে কী আমরা এটিকে স্বাভাবিক প্রক্রিয়া বলব? 

তিনি বলেন, ডাকসু দেশের মানুষের আস্থার জায়গা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জায়গা। সে জায়গা থেকে মোটেও এই বিষয়গুলো কোনো স্বাভাবিক ঘটনা না।  

এফএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ