ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

রাকসুতে প্রার্থী হলেন ৫১ বছর বয়সের মুর্শেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, সেপ্টেম্বর ৩, ২০২৫
রাকসুতে প্রার্থী হলেন ৫১ বছর বয়সের মুর্শেদ শাহরিয়ার মুর্শেদ খান

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫১ বছর বয়সী শিক্ষার্থী ও চার সন্তারের জনক শাহরিয়ার মুর্শেদ খান রাকসু মনোনয়ন ফরম তুলেছেন।  

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে মনোনয়ন তুলেন এবং প্রার্থিতা ঘোষণা করেন।

 

মনোনয়ন তুলতে এসে শাহরিয়ার মুর্শেদ বলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমি। রাকসুতে প্রচার ও প্রকাশনা পদের জন্য মনোনয়ন নিয়েছি। আমার বয়স ৫১ বছর।

আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং রাবির বর্তমান শিক্ষার্থী হিসেবে খুব কাছে থেকে দেখেছি লেজুড়বৃত্তিক রাজনৈতিক দলগুলো সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ হনন করে এবং রাজনেতিক সংগঠনগুলো নির্বাচনের আগে অনেক কথা বলে কিন্তু নির্বাচনে জয়ী হলে কথার সাথে কাজের মিল থাকে না। সেই দিক চিন্তা-ভাবনা করে আমি দাঁড়িয়েছি সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে। আমি সেশনজট কমিয়ে আনবো, হলের খাবারের মান বাড়াবো এবং মেডিকেলে চিকিৎসা সেবার মান বাড়াতে আমি শিক্ষার্থীদের নিয়ে কাজ করবো।

তিনি আরও বলেন, আমি আশাবাদী কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আমাকে চিনেন, ভালোবাসেন, অনুপ্রেরণা দেন। আমি বিবাহিত, আমার চারটি কন্যাসন্তান আছে। একটা মেয়ের বিয়ে দিয়েছি গত মাসে। সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী। আমি হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী আর আমার জামাই জিয়া হলের আবাসিক শিক্ষার্থী।

আশা করি একজন সংগ্রামী মানুষ হিসেবে সবাই আমার পাশে দাঁড়াবে ও ভোট দেবে। আমি জয়ী হলে সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করব।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।