ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ডাকসু নির্বাচন: ঘোষণার আগেই জানা যাবে বিজয়ীর নাম

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৬, সেপ্টেম্বর ৯, ২০২৫
ডাকসু নির্বাচন: ঘোষণার আগেই জানা যাবে বিজয়ীর নাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনে প্রত্যেকটি ভোটকেন্দ্রে হল ও কেন্দ্রের ভোট গণনা করা হবে। ফলে আনুষ্ঠানিকভাবে উপাচার্যের ঘোষণা করার আগেই ভোটার এবং প্রার্থীরা সবগুলো কেন্দ্রের ফলাফল যোগ করে বিজয়ীর নাম জানতে পারবেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসিম উদ্দিন খান এ তথ্য জানান।

ডাকসু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট আটটি কেন্দ্রে ১৮টি হলের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি কেন্দ্রে হল এবং কেন্দ্রীয় সংসদের ভোটগ্রহণ করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর ভোটগণনা শুরু হবে।

তথ্য অনুযায়ী, কেন্দ্র থেকেই হলের এবং কেন্দ্রীয় সংসদের ভোট গণনা করা হবে। এই গণনা কার্যক্রম কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে দেখানো হবে। ফলে ভোটার এবং প্রার্থীরা সেই সংখ্যা থেকেই কারা বিজয়ী, তা জানতে পারবেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. জসিম উদ্দিন বলেন, নির্বাচন ফলাফল এবং গণনা স্বচ্ছ করার জন্য ব্যবস্থা নিয়েছি। কেন্দ্রের বাইরে সাংবাদিকরা যেন গণনা দেখতে পান, সেজন্য বাইরে এলইডি লাগানো হয়েছে। সব কেন্দ্রের বাইরে থেকে গণনা দেখতে পারবেন।

তিনি বলেন, সব হলের ফলাফল হবে এবং কেন্দ্রীয় সংসদের ফলাফল ভোটকেন্দ্র থেকে জানা যাবে। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার আগে সবার কাছে বিজয়ীদের নাম থাকবে। সবগুলো ফলাফল আসার পর আমরা যোগ করে অফিসিয়ালি প্রকাশ করব।

সাইবার বুলিংয়ের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা বিষয়গুলো আমলে নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করে রেখেছি। এ ছাড়াও আমরা ব্যক্তিগত পর্যায়ে অনেককে ডেকেছি। গুজব একটি সামাজিক ব্যাধি। এটি থাকবেই। আপনারা কোনো গুজবে কান দেবেন না।

জসিম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রার্থীদের তালিকা দেখলে তা বোঝা যায়। দীর্ঘদিন পরে হওয়ার কারণে সবাই এটাকে একটা অসাধারণ সুযোগ মনে করছে। গণতন্ত্র চর্চার সুযোগ হিসেবে দেখছেন।

এফএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।