ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ভুয়া আইডি কার্ড দেখিয়ে ঢাবিতে প্রবেশের চেষ্টা, দুজনকে থানায় সোপর্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০২, সেপ্টেম্বর ৯, ২০২৫
ভুয়া আইডি কার্ড দেখিয়ে ঢাবিতে প্রবেশের চেষ্টা, দুজনকে থানায় সোপর্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল | ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র পরিচয়ে ভুয়া আইডি কার্ড দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করার অভিযোগে দুই যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ওই দুজনকে থানায় হস্তান্তর করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি রাত সাড়ে ১২টায় বাংলানিউজকে বলেন, নকল আইডি কার্ড দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করায় দুজনকে ধরে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। এখনই আটক বলা যাবে না।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে সোমবার রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখগুলোতে চেকপোস্ট বসিয়ে সবার আইডি কার্ড পরীক্ষা করা হচ্ছে।

এসসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।