ঢাকা: জীবনে প্রথমবারের মতো ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোট দেওয়ার পর হাসিমুখে তারা কেন্দ্র থেকে বের হচ্ছেন।
এসময় কথা হয় হাজী মুহম্মদ মুহসীন হলের আরবি বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমানের সঙ্গে।
তিনি বলেন, ২৫ বছরের জীবনে প্রথমবারের মতো ভোট দিতে পেরেছি। এটি অত্যন্ত আনন্দের। নিজের ভোট দিয়ে পছন্দের প্রার্থী নির্বাচন করার সুযোগ পেয়েছি।
২০১৪ সাল, ২০১৮ সাল এবং ২০২৪ সালেও ভোট দিতে পারিনি। আওয়ামী সন্ত্রাসী পরিস্থিতি থাকায় তখন আমি ভোট দিতে পারিনি, আমার আম্মুও ভোট দিতে পারেননি, যোগ করেন আশিকুর রহমান।
ভোট দেওয়ার পর তিনি বলেন, অসাধারণ অনুভূতি। আগে থেকেই আমি কিছু প্রার্থীর নাম ভেবে এসেছি। এখানে ভোট দিয়েছি।
এফএইচ/এসআই