ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ইউনিভার্সিটি ল্যাবরেটরি কেন্দ্রে এগিয়ে সাদিক-ফরহাদ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২৭, সেপ্টেম্বর ১০, ২০২৫
ইউনিভার্সিটি ল্যাবরেটরি কেন্দ্রে এগিয়ে সাদিক-ফরহাদ সাদিক কায়েম এবং এস এম ফরহাদ

ডাকসু নির্বাচনে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রে শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন।

শামসুন নাহার হলের এই কেন্দ্রে ভোটে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ।

সহ-সভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম ১১১৪, ছাত্রদলের আবিদুল ইসলাম খান ৪৩৪, আব্দুল কাদের ৫৯ ভোট, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ৪০৩ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবিরের প্রার্থী এস এম ফরহাদ ৮১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী মেঘমল্লার বসু ৫১৭ ভোট পেয়েছেন। অন্যদের মধ্যে আবু বাকের মজুমদার ৩১২ ভোট পেয়েছেন।  

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মহিউদ্দীন খান ৯০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর হাদী আল মায়েদ ৩৩৬ ভোট পেয়েছেন।

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের মোট ভোটার ৪০৯৬। এর মধ্যে ভোট দিয়েছেন ২৬০৭ জন। এই কেন্দ্রের ভোটার শুধু শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা।

এফএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।