ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শেষে পুরো ক্যাম্পাসে নেমে এসেছে সুনসান নীরবতা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে শাহবাগ মোড়, রাজু ভাস্কর্য, টিএসসি ও দোয়েল চত্বর ঘুরে দেখা যায়, শিক্ষার্থীদের আনাগোনা প্রায় নেই, পুলিশ ও র্যাব সদস্যরা টহল দিচ্ছেন। টিএসসি এলাকায় রাখা হয়েছে পুলিশের জলকামানের গাড়ি, তিনটি এপিসি, তিনটি পুলিশ বাস এবং র্যাবের একাধিক গাড়ি। পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ডাকসু ও হল সংসদ নির্বাচন। তবে ফল ঘোষণাকে কেন্দ্র করে বিকেল থেকেই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে ক্যাম্পাসের ভেতর ও আশপাশে অবস্থান নেন। ফলে শাহবাগ, নীলক্ষেত, টিএসসি ও দোয়েল চত্বরে টানটান উত্তেজনা বিরাজ করে।
রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ফলাফল ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত ছিল। সন্ধ্যার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন বাড়ানো হয় এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হয়েছে।
ডাকসু নির্বাচন পরবর্তী অস্থিতিশীলতা এড়াতে ক্যাম্পাস এলাকাজুড়ে এখনো সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ ও অন্যান্য বাহিনী।
এমএমআই/এমজেএফ