ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ঢাবিতে যান চলাচল স্বাভাবিক, রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, সেপ্টেম্বর ১০, ২০২৫
ঢাবিতে যান চলাচল স্বাভাবিক, রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও ঢাবিতে যান চলাচল স্বাভাবিক: ছবি শাকিল আহমেদ

ঢাকা:  অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। রাতভর ভোট গণনা শেষে বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঘোষণা করা হয়েছে ফলাফল।

নির্বাচনে ব্যাপকভাবে জয়লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। ডাকসু নির্বাচন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় সর্বসাধারণ ও যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও পাহারা দিতে দেখা গেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ঢাবির প্রবেশ মুখগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে ব্যারিকেড। সর্বসাধারণ ও যানবাহন চলাচল করছে। এছাড়া টিএসসি, শাহবাগ ও নিলক্ষেত এলাকায় পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। টিএসসিতে বেশ কয়েকটি এপিসি ও পুলিশ বাস দেখা গেছে। তবে ক্যাম্পাস এলাকায় তুলনামূলকভাবে শিক্ষার্থীদের আনাগোনা কম দেখা গেছে।

ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সর্বসাধারণের ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অনুমতিপ্রাপ্ত ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি।

এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।