ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

অ্যাকাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন দিচ্ছে ছাত্রশিবির

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, সেপ্টেম্বর ১৪, ২০২৫
অ্যাকাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন দিচ্ছে ছাত্রশিবির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অ্যাকাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপন করতে যাচ্ছে ইসলামী ছাত্রশিবির।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রশিবির নেতারা এই তথ্য জানান।

ভবনগুলোর মধ্যে রয়েছে, কার্জন হল, মোকাররম ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও ব্যবসায় শিক্ষা ভবন।

সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেন, আমরা দীর্ঘ একবছর ধরে কাজ পরিচালনা করেছি। তার অংশ হিসেবে আজকের আয়োজন হয়েছে। আমরা পাঁচটি স্থানে কাজ শুরু করেছি। এটা অপ্রতুল। আমরা সামনে এটা বাড়ানোর কাজ করব। আমাদের ডাকসুর ২৫তম ইশতেহারে এটা ছিল। শিক্ষার্থীদের জন্য আমাদের কার্যক্রম শুরু হলো, এটা চলতে থাকবে।

এফএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।