শাবিপ্রবি, (সিলেট): গবেষণায় বিশেষ অবদানের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের পাঁচ শিক্ষককে ‘ডিনস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন, রিসার্চ এক্সিলেন্স’ ক্যাটাগরিতে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুর রহমান, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অ্যাসোসিয়েট অধ্যাপক ড. মো. আফজাল হোসেন এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবু হায়াত মিঠু।
এ ছাড়া ‘রিসার্চ অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. অনিমেষ সরকার।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অ্যাওয়ার্ড প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন এবং রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, গবেষণায় অগ্রগতি অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। তথ্যসম্পদ যথাযথভাবে কাজে লাগাতে হবে এবং সেগুলোর ব্যবহারে দক্ষতা বাড়াতে হবে। গবেষণায় শিক্ষক ও শিক্ষার্থীদের আরও উৎসাহিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। সিনিয়র শিক্ষকরা জুনিয়রদের গবেষণায় উদ্বুদ্ধ করবেন এবং শিক্ষকরা শিক্ষার্থীদের সক্রিয়ভাবে দিকনির্দেশনা দেবেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, এ ধরনের উদ্যোগের জন্য এপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার প্রত্যাশা আগামীতে প্রতিটি অনুষদই এ ধরনের ইতিবাচক ও উৎসাহমূলক উদ্যোগ নেবে। আমরা শিক্ষক-শিক্ষার্থীদের সেবা করতে সর্বদা প্রস্তুত। আমার দাবি, এ বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য গবেষক তৈরি হোক যারা জ্ঞান, মেধা ও গবেষণায় দেশ-বিদেশে অবদান রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম এবং সঞ্চালনা করেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইমরান কবির।
এএটি