ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

টিএসসিতে ভোট কারচুপির অভিযোগ তোলা সেই ছাত্রী বুথে ঢোকেন চারবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, সেপ্টেম্বর ১৭, ২০২৫
টিএসসিতে ভোট কারচুপির অভিযোগ তোলা সেই ছাত্রী বুথে ঢোকেন চারবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে টিএসসি কেন্দ্রে ব্যালটে আগেই সিল থাকার অভিযোগ করা এক শিক্ষার্থী চারবার ভোট দেওয়ার জন্য বুথে প্রবেশ করেছিলেন। তার এ আচরণকে প্রশ্নবিদ্ধ ও সন্দেহজনক বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের দিন সকাল আনুমানিক ১১টার দিকে টিএসসি কেন্দ্রের প্রধান ফোনে প্রধান নির্বাচন কমিশনারকে জানান, একজন ছাত্রী এক নম্বর টেবিল থেকে ব্যালট সংগ্রহ করে বুথে প্রবেশ করেন। প্রায় এক মিনিটের বেশি সময় পর তিনি বের হয়ে দাবি করেন, তার একটি ব্যালটে আগে থেকেই দুটি প্রার্থীর পক্ষে ক্রস চিহ্ন দেওয়া ছিল।

ছাত্রীটি ওই ব্যালটে ভোট দিতে অস্বীকৃতি জানান। পরে উপস্থিত পোলিং অফিসার ও ভোট ব্যবস্থাপকরা তার কাছ থেকে চিহ্নিত ব্যালটটি আলাদা প্যাকেটে সংরক্ষণ করে তাকে নতুন ব্যালট প্রদান করেন। এরপর তিনি আবার বুথে প্রবেশ করে ভোট দেন এবং চলে যান।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিষয়টি জানার পরপরই তিনি চিহ্নিত ব্যালট সংরক্ষণের নির্দেশ দেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত কমিটি গঠনের অনুরোধ জানান। ঘটনাস্থলে থাকা তিনজন শিক্ষকের বর্ণনা কেন্দ্র প্রধানের বক্তব্যের সঙ্গে মিলেছে বলে উল্লেখ করেন তিনি। ফলে ঘটনাটি তাৎক্ষণিকভাবে মীমাংসিত হয় এবং প্রচলিত নিয়মে কোনো ব্যত্যয় ঘটেনি।

তিনি আরও বলেন, পরবর্তীতে প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা যায়, সংশ্লিষ্ট ছাত্রী চারবার বুথে প্রবেশ করেন—প্রথমবার আনুমানিক ৪০ সেকেন্ড, দ্বিতীয়বার ৬৬ সেকেন্ড, তৃতীয়বার ২ সেকেন্ড এবং চতুর্থবার ১০ মিনিটেরও বেশি সময় অবস্থান করেন।

শেষ পর্যন্ত তিনি ভোট প্রদান করে কেন্দ্র ত্যাগ করেন। তবে ভোটকেন্দ্রে তার বারবার বুথে প্রবেশ, বের হওয়া এবং উপস্থিত একাধিক ব্যক্তির সঙ্গে আলাপচারিতা কমিশনের কাছে প্রশ্নবিদ্ধ ও সন্দেহজনক মনে হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এফএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।