ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে উচ্চশিক্ষার তথ্য জানার সুযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৫, সেপ্টেম্বর ১৯, ২০২৫
যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে উচ্চশিক্ষার তথ্য জানার সুযোগ

উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে যুক্তরাজ্য বরাবরই জনপ্রিয়। সম্প্রতি আয়ারল্যান্ডও শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে।

 

দেশ দুটিতে এই উদ্দেশ্যে যাবার ক্ষেত্রে সঠিক তথ্য ও দিক-নির্দেশনার অভাব বোধ করেন অনেকেই।  

শিক্ষার্থীদের এই সমস্যা সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্টাডি ইন দ্য ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড’ শীর্ষক ওপেন ডে।  

মেন্টরস' স্টাডি এব্রোড আয়োজিত এই ওপেন ডে-তে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় অংশ নেবে।
 আগামী ২০ সেপ্টেম্বর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বনানীতে অবস্থিত মেন্টরস’ স্টাডি এব্রোডের ব্রাঞ্চে আয়োজনটি অনুষ্ঠিত হবে।

উচ্চশিক্ষার জন্য এই দেশ দুটিতে যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামটিতে থাকছে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন সাবজেক্ট, অ্যাডমিশন ও স্কলারশিপের ব্যাপারে যাবতীয় তথ্য জানার সুযোগ। পাশাপাশি, নিজেদের অ্যাকাডেমিক ও প্রফেশনাল প্রোফাইল যাচাই করতে পারবেন তারা। এছাড়াও, মেন্টরস' স্টাডি এব্রোডের এক্সপার্ট কাউন্সেলরদের সাহায্যে তারা পাবেন নিজের পছন্দের বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তির জন্য আবেদন করার সুযোগ।

কেবল অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়েই নয়, ওপেন ডে -তে আসা আগ্রহীরা যুক্তরাজ্যে ও আয়ারল্যান্ডে শিক্ষার্থী হিসেবে যাওয়ার এবং থাকার ব্যাপারে বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং মেন্টরস’ স্টাডি এব্রোডের কাউন্সেরলরদের কাছ থেকে।

আগ্রহী শিক্ষার্থীরা অ্যাপ্লিকেশন ডে -তে যাবার জন্য রেজিস্টার করতে পারেন এই লিঙ্কটিতে ক্লিক করে: https://tinyurl.com/3kjwvxf8 । বিস্তারিত জানতে কল করতে পারেন ০১৭১৩২৪৩৪১৬ অথবা ০১৭১৩২৪৩৪২২ নম্বরে।

এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।