ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

‘অসত্য বক্তব্য’র জন্য আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৯, সেপ্টেম্বর ২০, ২০২৫
‘অসত্য বক্তব্য’র জন্য আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান ছবি: সংগৃহীত

‘অসত্য বক্তব্য’র জন্য আলোচিত ইসলামী বক্তা ও জামায়াতের এমপি প্রার্থী মুফতি আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থীরা।  

গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এ দাবি জানান তারা।

তারা বলেন, আমির হামজা এক বক্তব্যে দাবি করেছেন—‘গত ১৬ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে আজান দিতে দেওয়া হয়নি। ’ তার এ বক্তব্য অসত্য। তিনি এ বক্তব্যের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ন করেছেন। তাকে এই বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

তারা আরও বলেন, আমির হামজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সারা দেশের মানুষের থেকে বিচ্ছিন্ন করতে চান। সেই লক্ষ্যেই হয়তো তিনি এ মিথ্যা বক্তব্য দিয়েছেন।

আগামীতেও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অসত্য বক্তব্য দিতে পারেন বলে শঙ্কার কথা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এনডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।