ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

শাবিপ্রবিতে সচল হচ্ছে ছাত্ররাজনীতি, নিষিদ্ধ থাকছে মিছিল-মিটিং

শাবিপ্রবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, সেপ্টেম্বর ২২, ২০২৫
শাবিপ্রবিতে সচল হচ্ছে ছাত্ররাজনীতি, নিষিদ্ধ থাকছে মিছিল-মিটিং শাবিপ্রবি

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্ররাজনীতির ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক ভবন এবং আবাসিক হলে মিছিল-মিটিং এখনই করা যাবে না।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রক্টোরিয়াল কমিটির সঙ্গে সর্বদলীয় ছাত্রসংগঠনের মতবিনিময় সভায় গৃহীত সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে ছাত্ররাজনীতির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রজ্ঞাপনটি স্থগিত করা হয়েছে।

তবে ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার স্বার্থে শিক্ষার্থীদের কল্যাণমূলক সব রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমোদন সাপেক্ষে করতে হবে।

এতে আরও বলা হয়, অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও আবাসিক হলে মিছিল-মিটিং পূর্বের মতোই নিষিদ্ধ থাকবে। শাখা সংসদ (শাকসু) নির্বাচনে প্যানেল গঠন ও প্যানেল পরিচিতিমূলক কার্যক্রম হল প্রশাসনের অনুমতি নিয়ে আয়োজন করা যাবে।

এদিকে, শাবিপ্রবি ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুনরায় চালু করায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।  

এর আগে, ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষায় সবধরনের ছাত্ররাজনীতি স্থগিত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।