রাশিয়ার সোচি শহরে শুরু হয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতা চতুর্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড (OWAO)। এ আসরে অংশ নিতে সাত সদস্যের বাংলাদেশ দল বর্তমানে সোচিতে অবস্থান করছে।
প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে সোচির সিরিয়াস অলিম্পিক টাউন-এ, যা চলবে ২০ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিভাবান শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নিচ্ছেন জ্যোতির্বিজ্ঞান বিষয়ে নিজেদের জ্ঞান, দক্ষতা ও গবেষণার সক্ষমতা তুলে ধরতে।
বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড জাতীয় কমিটি ঘোষণা করেছে এবারের প্রতিনিধি দল। দলে রয়েছেন ছয়জন শিক্ষার্থী এবং একজন দলনেতা। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশকে। তারা হলেন— সপ্তর্ষী রহমান, এ লেভেল, হার্ড ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা; মো. রাদিত রায়ান, দ্বাদশ শ্রেণি, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ; শোহিনী শম্ভার কংকা, দ্বাদশ শ্রেণি, আইডিয়াল কলেজ; মো. মোখদুম আমিন ফাহিম, দশম শ্রেণি, খুলনা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়; মো. জুবায়ের হোসেন জিসান, অষ্টম শ্রেণি, রাজশাহী কলেজিয়েট স্কুল ও সায়ন্তন রায়, ও লেভেল, সাউথ হেরাল্ড ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। দলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড জাতীয় কমিটির চেয়ারম্যান মশহুরুল আমিন।
বাংলাদেশ দলটি শুক্রবার ঢাকা থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে বর্তমানে সোচিতে প্রতিযোগিতার প্রস্তুতিতে রয়েছে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাত্ত্বিক পরীক্ষা, ব্যবহারিক সমস্যা সমাধান এবং পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞান বিষয়ক বিভিন্ন রাউন্ডে অংশ নেবে।
শুধু প্রতিযোগিতাই নয়, এ আয়োজন তরুণ শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে সংস্কৃতি, অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক ভাবনার আদান-প্রদানের একটি অনন্য সুযোগ তৈরি করে দেয়। বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এসব শিক্ষার্থী দেশের জন্য গৌরবের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের মাঝে জ্যোতির্বিজ্ঞান বিষয়ে আগ্রহ সৃষ্টিতেও ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এনডি