রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শীর্ষ তিন পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। রাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের জরিপে এমনই তথ্য তুলে ধরেছে ‘সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ’।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলন করে জরিপের ফলাফল প্রকাশ করেন সোচ্চারের গবেষণা সহকারী ও বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান রিচি।
তিনি জানান, জরিপে মোট ১ হাজার ২৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারীদের মধ্যে ৪০ ৪ শতাংশ নারী, ১৩ দশমিক ২ শতাংশ অমুসলিম, ২ দশমিক ৩ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী।
তিনি আরো জানান, ৭৯ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী রাকসু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র ৮৬ দশমিক ৫ শতাংশ ও ছাত্রী ৬৯ দশমিক ৪ শতাংশ।
তিনি আরো বলেন, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪৯ শতাংশ শিক্ষার্থী মনে করে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী ভিপি পদে বিজয়ী হবে। এছাড়া ১০ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী মনে করে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হবে, ২ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী মনে করে ছাত্রদল সমর্থিত প্রার্থী বিজয়ী হবে, ১ শতাংশ মনে করে ছাত্রঅধিকার পরিষদ সমর্থিত প্রার্থী বিজয়ী হবে। অন্যান্য প্রার্থী বিজয়ী হবে মনে করে শূন্য দশমিক ৯ শতাংশ শিক্ষার্থী এবং মতামত নেই বলে জানিয়েছেন ৩৬ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থী।
জিএস পদেও ছাত্রশিবির সমর্থিত প্রার্থী বিজয় হবে বলে সোচ্চারের জরিপে মতামত দিয়েছে ৩১ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থী। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মতামত দিয়েছে ২০ দশমিক ১ শতাংশ শিক্ষার্থী, ছাত্রদলের পক্ষে মতামত দিয়েছে ২ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী, ছাত্রঅধিকার পরিষদের পক্ষে মতামত দিয়েছে ১ দশমিক ৯ শতাংশ শিক্ষার্থী। অন্যান্য প্রার্থীর পক্ষে মতামত দিয়েছে ২ দশমিক ১ শতাংশ শিক্ষার্থী ও মতামত নেই বলে জানিয়েছেন ৪১ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থী।
এজিএস পদে কোন দলের প্রার্থী বিজয়ী হবে সোচ্চারের এই প্রশ্নে ৩৩ দশমিক ৯ শতাংশ প্রার্থী ছাত্রশিবির, ১২ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী, ৬ দশমিক ১ শতাংশ শিক্ষার্থী ছাত্রদল ও ১ দশমিক ২ শতাংশ শক্ষার্থী ছাত্রঅধিকার পরিষদের পক্ষে মতামত দিয়েছে। এছাড়া অন্যান্য প্রার্থীর পক্ষে মতামত দিয়েছে ২ শতাংশ শিক্ষার্থী এবং মতামত নেই বলে জানিয়েছে ৪৪ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থী।
নুসরাত জাহান রিচি আরো জানান, জরিপে অংশ নেয়া ৮৫ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থী মনে করেন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং ৫৫ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থী মনে করেন রাকসু নির্বাচনে ডাকসু ও জাকসু নির্বাচনের প্রভাব পড়বে। ৪০ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থীর পছন্দ এমন প্যানেল যেখানে রাজনৈতিক দল ও স্বতন্ত্র অ্যাক্টিভিস্টদের সমন্বয় আছে। তবে প্যানেল দেখে নয়, যোগ্য প্রার্থী দেখে ভোট দিবে ৮২ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সোচ্চারের নির্বাহী সদস্য (কালচারাল অফিসার) ও বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী হামজা বিন জুনায়েদ, সোচ্চারের সদস্য ও ফিসারিজ বিভাগের শিক্ষার্থী মোসা. মুনিরা আকতার সুমা এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী সাদিরা খাতুন।
এসসি/এমইউএম/এএটি