ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

রাকসু: সুষ্ঠু নির্বাচন নিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর সন্তোষ, জয় নিয়ে আশাবাদ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩২, অক্টোবর ১৬, ২০২৫
রাকসু: সুষ্ঠু নির্বাচন নিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর সন্তোষ, জয় নিয়ে আশাবাদ কথা বলছেন রাকসুর ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ নুর উদ্দিন আবীর।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ নুর উদ্দিন আবীর। একইসঙ্গে জয়ের ব্যাপারেও আশাবাদী বলে জানান তিনি।

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাকসু নির্বাচনে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।

শেখ নুর উদ্দিন আবীর বলেন, আলহামদুলিল্লাহ জীবনে প্রথম ভোট দিলাম। ভোটের সার্বিক পরিস্থিতি মোটামুটি সুষ্ঠু মনে হলো। প্রিসাইডিং অফিসার এজেন্ট সবার সঙ্গে কথা হলো। শুধু একটা অসঙ্গতি পেলাম অমোচনীয় কালি উঠে যাচ্ছে। তারা আমাদের আশ্বস্ত করেছিলেন উঠবে না বাট উঠে যাচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন একটি সুষ্ঠু নির্বাচন হবে। একটা অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে। আমরা আশা করি কোন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ (কৌশলে কারচুপি) হবে না। খুব সুন্দর একটা পরিবেশে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন।  

আবীর আরও বলেন, নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো সুষ্ঠু নির্বাচনের ১৭ বছরের ক্ষুধা নিবারণ করবেন। ভোটের আমানতের খেয়ানত করবেন না।  

জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী বলেন, আমরা একটা ইনক্লুসিভ প্যানেল দিয়েছি ভালো ভালো প্রার্থী দিয়েছি বিজয়ের ব্যাপারে আমরা আশাবাদী কখন আসবে 

এক প্রশ্নের জবাব বলেন তিনি আরও বলেন, কারচুপির ঘটনা এখনো চোখে পড়েনি। পরবর্তীতে এরকম কিছু হলে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে আমরা জানাবো।

আরও পড়ুন>> 

রাকসুতে ভোট দিতে ৬ ধাপে ২৫ বাসে করে আসছেন শিক্ষার্থীরা

এমইউএম/এসসি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।