ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

রাকসু নির্বাচনে সোয়া ২ ঘণ্টায় ভোট পড়েছে ২৫ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৯, অক্টোবর ১৬, ২০২৫
রাকসু নির্বাচনে সোয়া ২ ঘণ্টায় ভোট পড়েছে ২৫ শতাংশ কেন্দ্রে ভোটারদের সারি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সোয়া দুই ঘণ্টায় ২৫ শতাংশ ভোট পড়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোর) দুপুর ১২টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।

তিনি বলেন, সকাল সোয়া ১১টা পর্যন্ত ২৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত আরও ১০-১৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

এদিন সকাল ৯টা থেকে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি ছাত্র প্রতিনিধি নির্বাচন শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এসসি/এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।