ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

রাকসু নির্বাচনে সবার সহযোগিতায় চ্যালেঞ্জ উত্তরণ সম্ভব হয়েছে: ভিসি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০১, অক্টোবর ১৭, ২০২৫
রাকসু নির্বাচনে সবার সহযোগিতায় চ্যালেঞ্জ উত্তরণ সম্ভব হয়েছে: ভিসি রাকসু

রাকসু নির্বাচনে সুষ্ঠু ভোটগ্রহণে সহযোগিতার জন্য সব প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্টদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

এক বার্তায় তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ শেষে তিনি, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।

সুষ্ঠুভাবে ভোটগ্রহণে সহযোগিতা দেওয়ার জন্য প্রার্থী ও ভোটারসহ সংশ্লিষ্ট অন্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

উপাচার্য তার বার্তায় বলেন, ৩৫ বছরেরও বেশি সময় পর এবার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ২৯ হাজার ভোটারের এই ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করা এক বিশাল চ্যালেঞ্জ ছিল। নির্বাচন কমিশন, চিফ রিটার্নিং অফিসার ও রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটারসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সেই চ্যালেঞ্জ উত্তরণ সম্ভব হয়েছে।

তিনি আরও আশা প্রকাশ করেন, একই ধরনের সহযোগিতায় ভোটগণনা ও ফলাফল প্রকাশও নির্বিঘ্নে সম্পন্ন হবে।

ইতোমধ্যে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটগণনা শুরু হয়েছে। দ্রুত ভোট গণনা ও ফলাফল প্রকাশের জন্য উচ্চগতির ওএমআর যন্ত্র ব্যবহার করা হচ্ছে। গণনা কেন্দ্রের বাইরে বড় পর্দায় সরাসরি ভোটগণনার কার্যক্রম প্রদর্শনের ব্যবস্থাও করা হয়েছে।

এমইউএম/এসসি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।