ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবিতে বায়োঅ্যাক্টিভ ন্যাচারাল প্রোডাক্ট শীর্ষক সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪
খুবিতে বায়োঅ্যাক্টিভ ন্যাচারাল প্রোডাক্ট শীর্ষক সেমিনার বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ফিল্ড স্টাডি অব মেডিসিনাল প্লান্টস ইন বাংলাদেশ ফর সার্চ অব বায়োঅ্যাক্টিভ ন্যাচারাল প্রোডাকক্ট শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে দেশের ভেষজ উদ্ভিদের সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত গবেষণা জোরদার করার আহবান জানানো হয়।



জেএসপিএস যৌথ গবেষণা প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের প্রফেসর ড. সমীর কুমার সাধুর উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন ফার্মেসি ডিসিপ্লিন প্রধান  প্রফেসর ড. মো. গোলাম হোসেন।

সেমিনারের প্রাক পর্বে স্বাগত বক্তব্য রাখেন- সেমিনারের আহবায়ক প্রফেসর ড. সমীর কুমার সাধু। পরে টেকনিক্যাল সেশনে তিনটি নিবন্ধ উপস্থাপিত হয়।

জাপানের চিবা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাসামি ইসিবাসি মূল নিবন্ধ উপাস্থাপন করেন। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের প্রফেসর ড. আশিষ কুমার দাস এবং সহকারী অধ্যাপক ড. শেখ জামাল উদ্দিন আরো দুটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে সঞ্চালক ছিলেন প্রভাষক মো. মেহেদী হাসান।

সেমিনারে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আশিষ কুমার দাস ডায়াবেটিক ও এলার্জির ওপর কয়েকটি ভেষজ উদ্ভিদের কার্যকারিতা এবং ড. শেখ জামাল উদ্দিন ক্যান্সারের ওপর সুন্দরবন ও সন্নিহিত এলাকার কয়েকটি ভেষজ উদ্ভিদের গবেষণার অগ্রগতি তুলে ধরেন।

তারা বলেন, আমাদের দেশে ভেষজ উদ্ভিদ নিয়ে গবেষণা ক্রমশ জোরদার হচ্ছে তবে ভারত দক্ষিণ এশিয়ার মধ্যে এ ক্ষেত্রে  এগিয়ে এবং তারা বছরে কয়েক শ’ কোটি টাকার ভেষজ উদ্ভিদ রফতানি করে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।