ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিদ্যুতের দাবিতে সিকৃবি’র ছাত্রদের ভিসি অফিস ঘেরাও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪
বিদ্যুতের দাবিতে সিকৃবি’র ছাত্রদের ভিসি অফিস ঘেরাও

সিলেট: বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যয়ে স্বাভাবিক জীবন-যাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে সিলেটবাসীর। রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত টানা ২৪ ঘন্টা বিদ্যুৎহীন সিলেট নগরী ও আশপাশের বিভিন্ন অঞ্চল।

ফলে অন্তহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে সিলেটবাসীকে।

ঝড়ের কারণে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙ্গে পড়ার কারণে পানি সমস্যাতেও পড়তে হয়েছে নগরবাসীকে। সেই সঙ্গে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কাজ জেনারেটর নির্ভর হয়ে পড়েছে। সন্ধ্যার পর থেকে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হলেও তা মিনিট দশেক স্থায়ী ছিল।

বিদ্যুৎ কর্মকর্তারা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব সব ক’টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে এর জন্য কিছু সময় লাগবে।

এদিকে, লোডশেডিংয়ের প্রতিবাদে ভিসি কার্যালয় ঘেরাও করেছে সিলেট কৃষি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সোমবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত তারা ভিসি কার্যালয় ঘেরাও করে। পরে বিদ্যুৎ কর্মকর্তারা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করলে তারা অবরোধ তুলে নেন।

সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানিয়েছেন-নগরীর খাদিমপাড়া, শিবগঞ্জ এলাকায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে।

কালবৈশাখি ঝড়ে সিলেটের বিদ্যুৎ ব্যবস্থার বিপর্যয় ঘটে। ঝড়ের তাণ্ডবে সিলেটে বিদ্যুৎ বিতরণ বিভাগের তিনটি ইউনিট এলাকার সব ক’টি লাইন লণ্ডভণ্ড হয়ে পড়েছে। ফলে সহসাই এই বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মীর মো. রেজাউল কবির এ তথ্য নিশ্চিত করেন।  

রোববার মধ্যরাতে ঝড়ের পর থেকে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বিরামহীন কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।  

খোঁজ নিয়ে জানা গেছে-সিলেট নগরীর পাঠানটুলা, আখালিয়া, মিরাজাবাজার, শিবগঞ্জ, গোটাটিকর এবং শহরতলীর শিববাড়ি, খাদিমপাড়া, খাদিমনগর, মেজরটিলা, টুকেরবাজার, বিমানবন্দর, সালুটিকরসহ বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

মীর মো. রেজাউল কবির বলেন, ঝড়ের কারণে রোববার মধ্য রাত থেকে ৩৩ কেভি লাইন বন্ধ রয়েছে। তাছাড়া বিভিন্ন জায়গায় গাছপালা পড়ে বিদ্যুতের লাইন ছিড়ে গেছে। সিলেটের জৈন্তাপুরে ১১ হাজার কেভি লাইনের ৪টি ও হবিগঞ্জে ৩৩ হাজার কেভি লাইনের ১টি খুঁটি পড়ে গেছে। যে কারণে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে দু’দিন সময় লাগতে পারে।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘন্টা, এপ্রিল ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।