ঢাকা বিশ্ববিদ্যালয়: বৃহস্পতিবার কলাভবনের ২০৬৭ নম্বর রুমে ক্লাশ চলছিল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীদের। রিসার্স মেথডোলজি কোর্সের পরিসংখ্যান অংশের ক্লাশ খুব গুরুত্বসহকারে বোঝাচ্ছেন শিক্ষক।
ঘটনার আকস্মিকতায় শিক্ষক-শিক্ষার্থী সবাই চমকে গেলেন। বের হতে বললেও বের হতে চান না। সে তার মতো করেই ভিক্ষা প্রার্থনা করে যাচ্ছেন। এক পর্যায়ে এক শিক্ষার্থী তাকে বের করে দিলে সবাই ক্লাশে মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এবারও নিস্তার নেই। বাইরে থেকে প্রচণ্ড বেগে অনেকক্ষণ ধরে দরজায় ধাক্কা মারছিল ভিক্ষুকটি।
শিক্ষার্থীদের বিরক্তি তখন চরমে। ক্লাশে উপস্থিত ছিলেন এই প্রতিবেদক নিজেও। বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করে ওই ক্লাশে উপস্থিত অন্য শিক্ষার্থী মামুন সরদার বলেন, ‘এখানে বসে ক্লাশ করা যায়? এটা কোন ক্লাশের পরিবেশ হলো?’
এক পর্যায়ে কলাভবনে কর্মচারীরা এসে ভিক্ষুকটিকে সরিয়ে দেন।
এরকম ঘটনা নতুন নয়। প্রায়ই কলা ভবনের নীচতলা এবং দোতলায় অবস্থিত ক্লাশগুলোতে এ ধরনের বিড়ম্বনায় পড়তে হয় শিক্ষক শিক্ষার্থীদের। আর ক্লাশরুমের বাইরেতো কথাই নেই। পুরো ক্যাম্পাসই যেন ভিক্ষুকদের অভায়ারণ্য।
কিন্তু এ ব্যাপারে কোনো খেয়ালই নেই কর্তৃপক্ষের। ভিক্ষুক বিড়ম্বনা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে একাধিকবার প্রতিবেদন প্রকাশ হলেও বদলায়নি অবস্থা।
এ ব্যাপারে বক্তব্য জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলীর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন কল রিসিভ করেননি।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মে ৮, ২০১৪