ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাসের হার, জিপিএ’তে রেকর্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, মে ১৭, ২০১৪
পাসের হার, জিপিএ’তে রেকর্ড ছবি: ফাইল ফটো

ঢাকা: শনিবার প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হার এবং জিপিএ-৫’এ রেকর্ড হয়েছে এ বছর।

ফলাফল চিত্রে দেখা যায়, এ বছর এসএসসি, দাখিল ও কারিগরি বোর্ডে ১৪ লাখ ২৬ হাজার ৯২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ লাখ ৩৩১ জন।

অর্থাৎ গড় পাসের হার ৯১.৩৪ শতাংশ।

বিগত বছর গুলোর তুলনায় দেখা এবছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাস করেছে।

এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছর পাসের হার ছিল ৮৯.০৩ শতাংশ, ২০১২ সালে ৮৬.৩৭ শতাংশ, ২০১১ সালে ৮২.৩১ এবং ২০১০ সালে ছিল ৭৯.৯৮।

একইসঙ্গে আটটি সাধারণ, মাদ্রাসা ও কারিগরী বোর্ডের ফলাফলে দেখা যায়, এবছর পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন। গত বছর এ সংখ্যা ছিল ৯১ হাজার ২২৬, ২০১২ সালে ৮২ হাজার ২১২, ২০১১ সালে ৭৬ হাজার ৭৪৯ এবং ২০১০ সালে ৮২ হাজার ৯৬১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পান।

এবছর ঢাকা বোর্ডে পাসের হার ৯৩.৯৪ শতাংশ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৯১.৪০ শতাংশ, সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯.২৩ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৯০.৬৬ শতাংশ, কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯.৯২ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৯৩.২৬ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৯২.১৯ শতাংশ এবং রাজশাহী বোর্ডে পাসের হার ৯৬.৩৪ শতাংশ।

এছাড়া কারিগরি বোর্ডে পাসের হার ৮১.৯৭ শতাংশ, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৯.২৫ শতাংশ এবং ডিআইবিএস-এ পাসের হার ৯২.৬৭ শতাংশ।

সারাদেশে ৬ লাখ ৭৯ হাজার ৯৬১ জন ছেলে পরীক্ষার্থী পারীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাসের হার ৯১.৮৪ শতাংশ।   অন্যদিকে, ৬ লাখ ৩৬ হাজার ৩৭০ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৯০.৮১ শতাংশ।

শনিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকল বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের কপি তুলে দেন।

দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা এ ফলাফল জানতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মে ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।