ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

শিক্ষা

পাসের হার ও জিপি- ৫ বাড়লেও পিছিয়েছে সিলেট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪০, মে ১৮, ২০১৪
পাসের হার ও জিপি- ৫ বাড়লেও পিছিয়েছে সিলেট

সিলেট: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট  (এসএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে গতবারের চেয়ে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে। তবে পরীক্ষার পাসের হার বিবেচনায় দেশের অন্য বোর্ডের তুলনায় পিছিয়ে পড়েছে সিলেট শিক্ষা বোর্ড।



৮৯ দশমিক ২৩ শতাংশ পাসের হার নিয়ে এবার সিলেট শিক্ষা বোর্ডের অবস্থান সবার শেষে।

দেশের অন্যান্য বোর্ডগুলোর মধ্যে পাসের হার ৯৬ দশমিক ৩৪ শতাংশ নিয়ে প্রথম স্থানে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড, ৯৩ দশমিক ৯৪ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড, ৯৩ দশমিক ২৬ শতাংশ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দিনাজপুর।

চতুর্থ স্থানে রয়েছে যশোর, পাশের হার ৯২ দশমিক ১৯ শতাংশ, ৯১ দশমিক ৪০ শতাংশ নিয়ে পঞ্চম স্থানে চট্টগ্রাম, ৯০ দশমিক ৬৬ শতাংশ নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে বরিশাল এবং পাসের হার ৮৯ দশমিক ৯২ শতাংশ নিয়ে সপ্তম স্থানে রয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড।

এ বছর সিলেট বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মানবিক, বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখা থেকে অংশ নেওয়া মোট ৬৮ হাজার ৮৫জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬০ হাজার ৭৫০ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৪১ শিক্ষার্থী।

২০১৩ সালে ৫৮ হাজার ৫০৬জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করে ৫২ হাজার ৪৫ জন। পাসের হার ছিল ৮৮ দশমিক ৯৬ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৭৮৯ জন।

তবে সব শেষে থাকলেও ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল মান্নান খান।

বাংলাদেশ সময়: ০৪৪০ঘণ্টা, মে১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।