বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষকের ছুটি কাটানোর ঘটনায় কারণ দর্শানোর নোটিশ প্রদান ও মুচলেকা নেওয়ার ঘটনায় উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ববি শিক্ষক সমিতি।
রোববার দুপুরে ওই ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষকরা শিক্ষক সমিতির জরুরি সভা করে উপাচার্যের বিভিন্ন সময়ে করা দুর্ব্যবহারের প্রতিবাদ জানায়।
শিক্ষকদের দাবিসমূহ হলো, অবিলম্বে শিক্ষকদের জন্য পূর্ণাঙ্গ সার্ভিস রুলস প্রণয়ন, শিক্ষাছুটি পাঁচ বছর পর্যন্ত মঞ্জুর, সব আবেদনপত্রে অগ্রায়ন, পারিতোষিকের খাত ও হার বৃদ্ধি, ভর্তি সংক্রান্ত কাজ ও কাজের পারিতোষিক বন্টনের নীতিমালা প্রণয়ন, বিভাগসমূহকে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পূর্ণাঙ্গ স্বাধীনতা প্রদান, সাপ্তাহিক ছুটি দুই দিন করা করা প্রভৃতি।
এসব দাবির মধ্যে প্রথম দুই দফা আগামী দুই মাসের মধ্যে ও বাকি দাবিগুলো আগামী সাত কর্মদিবসের মধ্যে পূরণে অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মে ১৮, ২০১৪