ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বর্তমান সরকার শিক্ষার প্রচার-প্রসারে উদার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৪
বর্তমান সরকার শিক্ষার প্রচার-প্রসারে উদার

সিলেট: বর্তমান সরকার শিক্ষার প্রচার-প্রসারে উদার এবং তারা প্রতিবছর এই শিক্ষা খাতে বাজেটের বিপুল একটি অংশ খরচ করছে বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আমিনুল হক ভুইয়া।

বৃহস্পতিবার দিনগত রাতে শাবিপ্রবির ছাত্র ও রেঁনেসা যুবকল্যাণ সংস্থার সদস্য মো. ফারহানুল ইসলামকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।



তিনি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষা গ্রহণের বিকল্প নেই। বর্তমান যুগে লেখাপড়া না করলে নিজেও কিছু করতে পারবে না কেউ। আর দেশ ও জাতিকেও সে কিছু দিতে পারবে না।

তিনি বলেন, শাবিপ্রবির ছাত্র মো. ফারহানুল ইসলামের নেতৃত্বে একটি দল রুবোমেনিয়া-২০১৪ এ চ্যাম্পিয়ন হয়েছে। এটি শুধু শাবিপ্রবির গর্ব নয়, গোটা সিলেটবাসীর গর্ব, দেশের গর্ব।
 
উপাচার্য বলেন, অতীতে সিলেট শিক্ষা ব্যবস্থায় সারা দেশে এগিয়ে ছিল। বর্তমানে শিক্ষা ক্ষেত্রে সিলেট পিছিয়ে পড়ছে। তবে আশার কথা সিলেটের শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণে যে ভাবে মনোযোগী, অভিভাবকরা যেভাবে আগ্রহী আর শিক্ষকরা যেভাবে আন্তরিক, আমার বিশ্বাস সিলেট শিক্ষা ক্ষেত্রে আরো এগিয়ে যাবে।

এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মো. রেজাউর রহমান পিন্টু। সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ এ মাসুম ও সাধারণ সম্পাদক আলী আশফাকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাবিপ্রবির প্রফেসর ড. শহীদুর রহমান, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মখলিছুর রহমান কামরান, শাবিপ্রবির প্রক্টর হিমাদ্রী শেখর রায়, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা জয়নাল আবেদীন, ডা. মাহমুদুল মজিদ শাহীন প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রেঁনেসা যুব কল্যাণ সংস্থার সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, আলিম উদ্দিন, তামিমুর রশীদ, মো. মোজাম্মেল, আশফাক আহমদ, তাশফিক চৌধুরী, ফাহিম আহমদ, এনাম আহমদ, সাইফুর রহমান মিসবাহ, জামিল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ