ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ছাত্রলীগের বাধায় এমসি কলেজে মাস্টার্সে ভর্তি বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪
ছাত্রলীগের বাধায় এমসি কলেজে মাস্টার্সে ভর্তি বন্ধ

সিলেট: সিলেটে ছাত্রলীগের হুমকিতে এমসি কলেজে মাস্টার্সের ভর্তি ফরম পূরণ বন্ধ রাখা হয়েছে। এতে বিভিন্ন অঞ্চল থেকে আসা ভর্তিচ্ছুরা পড়েছেন বিপাকে।



বুধবার সকাল থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত এই অচলাবস্থা দেখা গেছে।

এমসি কলেজ সূত্র জানায়, বুধবার মাস্টার্সের ভর্তি ফরম পূরণ কার্যক্রম শুরুরে কথা। এ উপলক্ষে বিভিন্ন অঞ্চল প্রায় তিন শতাধিক শিক্ষার্থী কলেজে এসে উপস্থিত হন। কিন্তু ছাত্রলীগ হুমকি দেওয়ার কারণে ফরম পূরণ বন্ধ রাখেন কলেজ কর্তৃপক্ষ।

ক্যাম্পাস সূত্র জানায়, ডিগ্রি পাস কোর্সে ভর্তির সময়সীমা পেরিয়ে গেছে প্রায় দু’মাস আগে। বুধবার সকালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু কলেজ অধ্যক্ষকে মোবাইল ফোনে বলেন, তার দলের ছেলেদের যতক্ষণ না ভর্তি করা হচ্ছে, ততদিন মাস্টার্সের ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভর্তিচ্ছুক ছাত্র বাংলানিউজকে বলেন, এ বিষয়ে কলেজ অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দের সঙ্গে তারা আলোচনা করেছেন। কিন্তু অধ্যক্ষ অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ছাত্রলীগ হুমকি দিয়েছে, তাই ফরম পূরণ বন্ধ থাকবে।

ভুক্তভোগীরা বলেন, এ ব্যাপারে তারা ছাত্রলীগ নেতা হিরণ মাহমুদ নিপুর সঙ্গে মোবাইল ফোনে আলাপ করলে তিনি জানান, ওপরের সিনিয়রদের নির্দেশে আমি অধ্যক্ষকে ভর্তি ফরম পূরণ বন্ধ রাখতে বলেছি। আমাদের ছাত্র ভর্তির দাবি পূরণ না হওয়া পর্যন্ত ভর্তি বন্ধ থাকবে।

এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ বাংলানিউজকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীভাবে সমাধান করা যায় এ বিষয়টি নিয়ে আমরা ছাত্রলীগের ছেলেদের সঙ্গে আলাপ করছি।

ব্যাপারে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায় নি।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।