ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

জাবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৫, সেপ্টেম্বর ২৫, ২০১৪
জাবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন এক ছাত্রলীগ নেতা।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রসায়ন ভবনের সামনে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টায় প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও শহীদ সালাম বরকত হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক) শামীম খান রসায়ন ভবনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

এ সময় আ. ফ. ম. কামাল উদ্দিন হলের ইমরান (ইতিহাস বিভাগ) ও দ্বীপের (দর্শন বিভাগ) মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

এতে শামীম উত্তেজিত হয়ে মোটরসাইকেল চালককে চড়-থাপ্পড় দেন। পরে তারা মোটরসাইকেল থেকে নেমে শামীমকে পিটিয়ে আহত করে দৌড়ে গিয়ে আ. ফ. ম. কামাল উদ্দিন হলে ঢুকে পড়েন।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলসহ তার গ্রুপের নেতা-কর্মীরা রড, লাঠি নিয়ে আ. ফ. ম. কামাল উদ্দিন হলের সামনে অবস্থান নেন।

পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদসহ সিনিয়র নেতারা আ. ফ. ম. কামাল উদ্দিন হলের অতিথি কক্ষে সমঝোতায় বসেন। কিন্তু সেখানে সমঝোতা না হওয়ায় ইট মেরে হলের কয়েকটি কক্ষের গ্লাস ভেঙ্গে দেয়।

পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতা-কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এর কিছুসময় পর ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা।
তারা ছাত্রলীগের দুই পক্ষের সঙ্গে কথা বলে ভর্তি পরীক্ষার সময় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করার নির্দেশ দেন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।