ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াত চক্রসহ আটক ৩৬

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪
ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াত চক্রসহ  আটক ৩৬ ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও জালিয়াতির অভিযোগে ৩৬ ভর্তিচ্ছুকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বাইরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।



বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভর্তি পরীক্ষা চলাকালে জালিয়াতির অভিযোগে ১৯ জনকে আটক করেছেন র‌্যাব সদস্যরা। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ১৭ ভর্তিচ্ছুকে পরীক্ষা হলে দায়িত্বরত শিক্ষকরা আটক করেছেন।

তাদেরকে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসা হয়েছে বলে জানান ড. এ এম আমজাদ।  

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, জালিয়াতির ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৯জনকে থানায় সোপর্দ করেছেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল হাসান সাংবাদিকদের জানান, ঢাবির ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৯ জনকে আটক করা হয়েছে।

এরমধ্যে ৭ জন পরীক্ষার্থী এবং ১২ জন বাইরে থেকে তাদের উত্তর সরবরাহ করছিলেন বলে জানান তিনি।
এ ঘটনায় বিকাল ৪টায় সংবাদ সম্মেলন করবে র‌্যাব।

শুক্রবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ঘ ইউনিটের এক ঘণ্টার ভর্তি পরীক্ষা মুরু হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বাইরের মোট ৯৭টি কেন্দ্রে ১ লাখ ৫ হাজার ৫১৬ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন।

এ অনুষদে এবার ১ হাজার ৪১৬ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪, আপডেট: ১৫৫৭ ঘণ্টা

** ঢাবির ভর্তি পরীক্ষায় আটক ৩০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।