ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিকৃবি’র নতুন ভিসি গোলাম শাহী আলম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪
সিকৃবি’র নতুন ভিসি গোলাম শাহী আলম

ঢাকা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে অধ্যাপক ড. এম গোলাম শাহী আলমকে নিয়োগ দিয়েছে সরকার।

জানা যায়, ড. এম গোলাম শাহী আলম ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেরিক্স বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।



রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও সিলেট বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।

যোগদানের দিন থেকে তার এ নিয়োগ কার‌্যকর হবে জানিয়ে আদেশে বলা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।  

ভিসি হিসেবে তিনি তাঁর বর্তমান পদসংশ্লিষ্ট বেতন-ভাতা ও সুবধাদি প্রাপ্য হবেন।

রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে নির্ধারিত সময়কালের আগে তার নিয়োগের আদেশ বাতিল করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।