ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয়কে মডেল বিদ্যালয় ঘোষণা

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪
বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয়কে মডেল বিদ্যালয় ঘোষণা

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের পার্শ্ববর্তী বাসুদেবপুর সরকারি প্রথমিক বিদ্যালয়কে মডেল প্রাথমিক বিদ্যালয় হিসেবে ঘোষণা দিয়েছেন দিনাজপুর জেলা প্রশাসক আহম্মদ শামীম আল রাজী।

সোমবার সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সভায় এ ঘোষণা দেন তিনি।

এসময় অভিভাবকদের সঙ্গে স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

দিনাজপুর জেলা প্রশাসক আহম্মদ শামীম আল রাজী বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নয়ন করতে পারে না। তাই প্রতিটি শিশুকে স্কুলে পাঠানোর জন্য তিনি অভিভাবকদের উদ্বুদ্ধ করে থাকেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক তৈফিক এমাম, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শমেস চন্দ্র মজুমদার, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজহারুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন মণ্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাজহারুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হারুন উর রশিদ হারুনসহ শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।