ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি উপাচার্যের সঙ্গে এফএও প্রতিনিধির সাক্ষাৎ

ইউনিভার্সিটি করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪
ঢাবি উপাচার্যের সঙ্গে এফএও প্রতিনিধির সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সক্ষাৎ করেছেন।

সোমবার ঢাবি উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাতে মিলিত হন তারা।



সাক্ষাৎকালে তারা দ্বি-পক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মত বিনিময় করেন তারা।
 বিশেষ করে কৃষি, পুষ্টি ও জীববিজ্ঞানের ওপর যৌথভাবে সিম্পোজিয়াম আয়োজনের বিষয়ে আলোচনা হয়।

এছাড়া কৃষি প্রযুক্তির উদ্ভাবন ও এর যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা,  অক্টোবর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।