ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

একাডেমিক- প্রশাসনিক পদ ছাড়লেন বেরোবি’র ১০ শিক্ষক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৪
একাডেমিক- প্রশাসনিক পদ ছাড়লেন বেরোবি’র ১০ শিক্ষক

রংপুর: পদোন্নতি না পাওয়ায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দশ শিক্ষক একাডেমিক ও প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন।

ওই শিক্ষকরা হলেন- কলা অনুষদের ডিন ও শেখ ফজিলতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট ড. সাইদুল হক, শেখ ফজিলতুন্নেসা মুজিব হলের সহকারী প্রভোস্ট শেখ মাজেদ, একই হলের সহকারী প্রভোস্ট সাইদুর রহমান, সহকারী প্রভোস্ট তানিয়া তোফাজ, বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত, পদার্থবিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. হাফিজুর রহমান সেলিম, রাষ্ট্রবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং লোক প্রশাসন বিভাগের প্রধান ড. মোরশেদ, ব্যবস্থাপনা বিভাগের রফিউল আজম খান, মার্কেটিং বিভাগের প্রধান জাহিদ হোসেন, ইংরেজি বিভাগের প্রধান মো. আলী রায়হান এবং রসায়ন বিভাগের এইচএম তারিকুল ইসলাম।



রোববার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্বে) মোরশেদ আলীর কাছে পদত্যাগপত্র জমা দেন ওই শিক্ষকরা।

মোরশেদ আলী বাংলানিউজকে বলেন, শিক্ষকদের কাছ থেকে পদত্যাগপত্র পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের ভিসি এরইমধ্যে বিষয়টি জেনেছেন। ভিসি জানিয়েছেন পদত্যাগ করা শিক্ষকদের সঙ্গে আলোচনার পর ওই পদগুলোতে নতুন করে শিক্ষকদের দায়িত্ব দেওয়া হবে।

পদত্যাগ করা শিক্ষকরা বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নূর-উন-নবী তাদের পদোন্নতি না দেওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

তারা বলেন, পদোন্নতির জন্য একাধিকবার ভিসিকে লিখিতভাবে জানানোর পরও তিনি কালক্ষেপণ করছেন। তাই বাধ্য হয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।

বাংলাদেশ সময় : ১২১৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৪ / আপডেটেড: ১৪১৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।