ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বগুড়ার সোনাতলায় জেএসসিতে প্রকাশ্যে নকল!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪
বগুড়ার সোনাতলায় জেএসসিতে প্রকাশ্যে নকল! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলার সুখানপুকুর মহিচরণ বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে রোববার (৯ নভেম্বর) শিক্ষদের সহযোগীতায় প্রকাশ্যে বই খুলে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দিয়েছে শিক্ষার্থরা বলে অভিযোগ পাওয়া গেছে। নকলের ছবি তুলতে গেলে স্থানীয় সাংবাদিকদের গালিগালাজ করে বিভিন্ন রকম হুমকিও দেন উপস্থিত বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষকসহ অন্যরা।

 

ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষা কেন্দ্রে গিয়ে জানা গেছে, মহিচরণ বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে শিক্ষকদের সহযোগিতায় ছাত্র-ছাত্রীরা প্রকাশ্যে বই খুলে পরীক্ষা দিচ্ছে। এ দৃশ্য ক্যামেরাবন্দী করতে গেলে হুমকি দেন বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক বদি উজ জামানসহ অন্যরা।  

সোনাতলা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবীব জানান, পরীক্ষা কেন্দ্র নকলমুক্ত রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষা কেন্দ্রে কিছু অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে উল্লেখ করে হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, বিষয়টি জানার পর কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেবেন তিনি।

এ বিষয়ে কথা বলতে রাজী হননি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের।
 
বাংলাদেশ সময় : ১৩০৬ ঘণ্টা,  নভেম্বর ১০, ২০১৪   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।