ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সরকার ঘোষিত উন্নীত বেতনস্কেল বাস্তবায়নের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪
সরকার ঘোষিত উন্নীত বেতনস্কেল বাস্তবায়নের দাবি

ঢাকা: চলতি বছরের ৯ মার্চ প্রধানন্ত্রী শেখ হাসিনা প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা ও সহকারী শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। কিন্তু শিক্ষা অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাফিলতির কারণে তা বাস্তবায়ন করা হচ্ছে না বলে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির অভিযোগ।



প্রধানমন্ত্রীর দেওয়া এসব ঘোষণা বাস্তবায়ন না হলে, শিক্ষা অধিদফতর ঘেরাওয়ের হুমকি দিয়েছে শিক্ষক সমিতি।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির সম্প্রসারিত মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতি এ হুঁশিয়ারি দিয়েছে।

সম্মেলনে বলা হয়, প্রায় নয় থেকে ১০ হাজার স্কুলে প্রধান শিক্ষকের পদ খালি থাকলেও, সেখানে শিক্ষক নিয়োগের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে শিক্ষক এবং স্কুলের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়ের স্বার্থে চলতি মাসের মধ্যে পদোন্নতিযোগ্য শূন্যপদে নিয়োগের নির্দেশ দিতে কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন সমিতির শিক্ষকরা।

এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উন্নীত বেতনস্কেল বাস্তবায়ন, ১৫ থেকে ২০ বছর কর্মরত শিক্ষকদের পদোন্নতি, সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টির দাবিসহ সাত দফা দাবি জানানো হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সমিতির মহাসম্পাদক সালেহা আক্তার।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মু. আ. তালুকদার, সিনিয়র সহ সভাপতি মো. আবুল হোসেন, সহ সভাপতি মোখলেছুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।