ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইতিহাস বিকৃতি

তরুণদের সচেতন থাকার আহ্বান

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪
তরুণদের সচেতন থাকার আহ্বান ড. আ আ ম স আরেফিন সিদ্দিক

ঢাকা বিশ্ববিদ্যালয়: ইতিহাস বিকৃতকারীদের সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিরাজুল ইসলাম লেকচার হলে অনুষ্ঠিত ‘জেনারেল এম এ জি ওসমানী স্মারক বক্তৃতায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।



অনুষ্ঠানটির আয়োজন করে ইতিহাস বিভাগের ‘বঙ্গবীর এম এ জি ওসমানী বৃত্তি ফান্ড’ ও ‘তথ্য প্রযুক্তি কেন্দ্র’।

উপাচার্য বলেন, দেশের একটি স্বার্থান্বেষী গোষ্ঠী নানাভাবে ইতিহাস বিকৃতির ষড়যন্ত্রে লিপ্ত। এদের ব্যাপারে তরুণ প্রজন্মকে সচেতন থাকতে হবে। ’

ইতিহাস বিকৃতি রোধে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য ইতিহাসবিদদের প্রতিও আহ্বান জানান তিনি।

বঙ্গবীর এম এ জি ওসমানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং মুক্তিযুদ্ধে তার অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে জেনারেল ওসমানী মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।

ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শরিফ উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাবেক সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এম এম শওকত আলী “জেলা, উপজেলার ক্রমবিকাশ” শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন। অনুষ্ঠানে ইতিহাস বিভাগের অধ্যাপক শিরিন হাসান ওসমানী, অধ্যাপক নূরুল হুদা আবুল মনসুর, সহযোগী অধ্যাপক ড. আকসাদুল আলম প্রমুখ।

এর আগে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ১৫ জন শিক্ষার্থীকে বঙ্গবীর এম এ জি ওসমানী বৃত্তি এবং ৫ জন শিক্ষার্থীকে আঞ্জুমান নাসিরউদ্দিন বৃত্তি প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ব্যাচে সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের সনদপত্র প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।