ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বুধবার রাষ্ট্রপতিকে স্মরকলিপি দেবে ঢাবিতে ভর্তিচ্ছুরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪
বুধবার রাষ্ট্রপতিকে স্মরকলিপি দেবে ঢাবিতে ভর্তিচ্ছুরা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ বরাবর স্মারকলিপি দেবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রপতি বরাবর স্মরকলিপি দেওয়ার পর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনেও অংশ নেবে তারা।



মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা সোয়া ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

এসময় লিখিত বক্তব্যে কবি নজরুল সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা শিক্ষার্থী সালমান বলেন, ‘কোন বিশেষ গোষ্ঠীর মদদ বা উষ্কানি ছাড়াই আমরা আমাদের ন্যায় সংগত, যুক্তিযুক্ত, নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত আবার বিবেচনা করবেন। সেই সঙ্গে আমাদের যুক্তিযুক্ত ও সঠিক দাবি মেনে নেবেন। ’

এ সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ কয়েকটি বাম ছাত্র সংগঠনের নেতারা অংশ নেন।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া যাবেনা বলে ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।