ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঈশ্বরগঞ্জে এসএসসি ফরম পূরণে ৫ গুণ টাকা আদায়ের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪
ঈশ্বরগঞ্জে এসএসসি ফরম পূরণে ৫ গুণ টাকা আদায়ের অভিযোগ

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফি’র প্রায় পাঁচগুণ বেশি টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এতে চরম বিপাকে পড়েছেন উপজেলার সোহাগী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা।



জানা যায়, এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য বোর্ড থেকে বিজ্ঞান শাখা ১ হাজার ৩৮০ টাকা ব্যবসা ও মানবিক শাখার জন্য ১ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু উপজেলার সোহাগী উচ্চ বিদ্যালয়ে ফরম পূরণের জন্য ৬ হাজার টাকা নেওয়া হচ্ছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ফরম পূরণের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত ৬ হাজার টাকার মধ্যে ৩ হাজার ৫শ’ টাকা ফরম পূরণ বাবদ ও ২ হাজার ৫শ’ টাকা কোচিং ফি বাবদ নেওয়া হচ্ছে। এ টাকা না দেওয়ায় অনেক শিক্ষার্থীকে ফরম পূরণ করতে দেওয়া হচ্ছে না।

বেশিরভাগ শিক্ষার্থীর বোর্ড নির্ধারিত ফি’র চেয়ে পাঁচগুণ বেশি টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় মঙ্গলবার পর্যন্ত ২০৮ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ১০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছেন।

সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থী সোহেল মিয়া অভিযোগ করেন, পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ৬ হাজার ৩৫ টাকা ধরা হয়েছে। দরিদ্র বাবার পক্ষে এ টাকা দেওয়া সম্ভব নয়। আর এ টাকা না দিলে পরীক্ষাও দিতে দেওয়া হবে না।

যোগাযোগ করা হলে সোহাগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ জানান, বোর্ড ফিসহ বিভিন্ন চার্জ বাবদ ৩ হাজার ৫শ’ টাকা ফরম পূরণের জন্য এবং শিক্ষার্থীদের ভালো ফল করার জন্য কমিটির সিদ্ধান্তে ২ হাজার ৫শ’ টাকা যোগ করা হয়েছে। নিয়ম মোতাবেকই সবকিছু করা হচ্ছে।  

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল্লাহ সরকার বলেন, কোচিংয়ের জন্য শিক্ষার্থীদের চাপ দিয়ে টাকা আদায়ের নিয়ম নেই।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, অতিরিক্ত টাকা আদায়ের কোনো বিধান নেই।

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও তিনি আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।