ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটে ৪র্থ সমাবর্তন ১৮ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪
রুয়েটে ৪র্থ সমাবর্তন ১৮ নভেম্বর

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট)  চতুর্থ সমাবর্তন আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রস্তুতি চলেছে পুরো ক্যাম্পাস জুড়ে।


 
চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ।

অনুষ্ঠানটি জাঁকজমকভাবে আয়োজনের লক্ষ্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম বেগের নেতৃত্বে বিভিন্ন কমিটি প্রস্তুতিমূলক সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ক্যাম্পাসের বিভিন্ন ভবন রঙ ও সাজসজ্জাকরণসহ পরিষ্কার পরিচ্ছনতার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

উপাচার্য প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগ জানান, সমাবর্তনে নিবন্ধিত অংশগ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় তথ্যাদি শিগগিরই রুয়েটের নোটিশ বোর্ড, www.ruet.ac.bd ওয়েব সাইট ও সংবাদপত্রের মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময় : ১৮০২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।