ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভর্তি পরীক্ষায় জালিয়াতি বন্ধে মেটাল ডিটেক্টর

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪
ভর্তি পরীক্ষায় জালিয়াতি বন্ধে মেটাল ডিটেক্টর

ইবি (কুষ্টিয়া): ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ভর্তি পরীক্ষায় জালিয়াতি বন্ধে মেটাল ডিটেক্টর ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ।
 
পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল, ব্লুটুথ হেডফোনসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার বন্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


 
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার এ সিদ্ধান্তের কথা জানান।
 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে। ভর্তি পরীক্ষাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য।   
 
উপাচার্য জানান, পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে ও ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে গড়ে ওঠা দুষ্টচক্রের বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর বিশেষ নজরদারি রয়েছে।  
 
এ সময় পরীক্ষার হলে মোবাইলসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার বন্ধ করতে প্রতিটি ভবনের প্রবেশ পথে মেটাল ডিটেক্টর ব্যবহার, অপরাধীর তাৎক্ষণিক সাজা দিতে ভ্রাম্যমাণ আদালত এবং পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করা হয়।  
 
পরীক্ষার্থী ছাত্রীদের নারী শিক্ষকের মাধ্যমে শরীর তল্লাশি, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির বিষয়গুলো কার্যকর থাকবে বলে জানান উপাচার্য।
 
উপাচার্য জানান, ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রাখতে সব রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানার-পোস্টারিং, মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী এলাকায় গড়ে ওঠা সবগুলো কোচিং সেন্টার ও আশপাশের ছাত্রাবাস গুলোতে বিশেষ নজরদারি করা হবে।
 
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ইবি প্রেসক্লাবের সভাপতি রাসেদুল ইসলাম অনু, সাংবাদিক সমিতির সভাপতি ইমামুল হাসান আদনান, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন মিশু, আয়াজ আজাদ, প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম রাজ, শাজাহান নবীন, রাশেদুন নবী রাশেদ, ইলিয়াস মেহেদী, সোহাগ, তিমির, হিমেল, আকাশসহ বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা।
 
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।