ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক সমাপনী

সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ১১ হাজার ৭শ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪
সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ১১ হাজার ৭শ’ ছবি : ফাইল ফটো

সিলেট: প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার প্রথম দিনে সিলেট বিভাগের চার জেলায় অনুপস্থিত ছিল ১১ হাজার ৭শ’ ১৩ শিক্ষার্থী। এর মধ্যে প্রাথমিকে ৯ হাজার ৬শ’ ২৭ জন এবং ইবতেদায়ীতে ২ হাজার ৮৬ জন।



বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রাথমিকে সিলেট জেলায় ৬৯ হাজার ৪শ’ ৭১ জন শিক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৬৫ হাজার ৯শ’ ৯৩ জন। এ জেলায় অনুপস্থিত ছিল ২ হাজার ৯৫২ জন।

সুনামগঞ্জ জেলায় ৪৯ হাজার ১শ’ ৯২ জন শিক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৪৬ হাজার ৩শ’ ৭১ জন। এ জেলায় অনুপস্থিত ছিল ২ হাজার ৮২১ জন।

হবিগঞ্জ জেলায় ৪৩ হাজার ৮শ’ ৪২ জন শিক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৪১ হাজার ৪শ’০৬ জন। এ জেলায় অনুপস্থিত ছিল ২ হাজার ৪৩৬ জন।

মৌলভীবাজার জেলায় ৩৯ হাজার ৯শ’ ৬৯জন শিক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৩৮ হাজার ৫শ’ ৪১ জন। এ জেলায় অনুপস্থিত ছিল ১ হাজার ৪১৮ জন।

অন্যদিকে ইবতেদায়ীতে সিলেট জেলায় ৭ হাজার ৪শ’ ৭১জন শিক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৬ হাজার ৯শ’ ৯৬ জন। এ জেলায় অনুপস্থিত ছিল ৭শ’ ৭৫ জন।

সুনামগঞ্জ জেলায় ৪ হাজার ৪শ’ ৫৩জন শিক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৩ হাজার ৮শ’ ৯৬ জন। এ জেলায় অনুপস্থিত ছিলো ৫শ’ ৫৭ জন।

হবিগঞ্জ জেলায় ২ হাজার ৯শ’ ৩৬জন শিক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২ হাজার ৪শ’ ৫৯ জন। এ জেলায় অনুপস্থিত ছিল ৪শ’ ৭৭ জন।

মৌলভীবাজার জেলায় ৩ হাজার ২শ’ ৬৬ জন শিক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২ হাজার ৯শ’ ৮৯ জন। এ জেলায় অনুপস্থিত ছিল ২শ’ ৭৭ জন।

সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক তাহমিনা খানম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ১১টায় থেকে বিভাগের সবকটি (৫৭৮টি) কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুপুর দেড়টায় শেষ হয়েছে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হয়।

এবারের পরীক্ষায় সিলেটে বিভাগের চার জেলার ৩ লাখ ১০ হাজার ৫৭২ জন পরিক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে প্রাথমিকে ২ লাখ ২ হাজার ৪৭৬ জন এবং ইবতেদায়ীতে ১ লাখ ৮ হাজার ৯৬ জন পরিক্ষার্থী রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘন্টা, নভেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।