ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪০, নভেম্বর ২৪, ২০১৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) রাতে ‘এ’ ইউনিটের সমন্বয়কারী ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুর রহমান আনোয়ারী ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।



ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট, অনুষদ ভবনের নোটিশ বোর্ড এবং সব আবাসিক হলের সামনে থেকে জানা যাবে।

এছাড়া, সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় সংশ্লিষ্ট অনুষদের নির্ধারিত নোটিশ বোর্ডে ফলাফল টাঙানো হবে বলেও জানান তিনি।

তাছাড়া ফলাফল সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.iu.ac.bd ভিজিট করে জানা যাবে।

এ নিয়ে, ইউনিট সমন্বয়কারী আব্দুর রহমান আনোয়ারী বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে ফলাফল জানার জন্য উদগ্রীব হয়ে থাকে। তাদের কথা বিবেচনা করেই আমরা প্রতি বছর যত দ্রুত সম্ভব নির্ভুলভাবে ফলাফল প্রকাশ করি। এবারো তার ব্যতিক্রম ঘটেনি।

বাংলাদেশ সময়: ০৬৩৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ